সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন ড. ইউনূস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২২ ১৯:২২:২৩


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূস সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন যোগ দেবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের মুখোমু‌খি হয়ে এ কথা ব‌লেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি।

গোয়েন লুইস বলেন, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে কথা হয়েছে।ড. ইউনূস ওই অধিবেশনে যোগ দেবেন।

তিনি ব‌লেন, আমরা তথ্য-উপাত্ত এবং এসডিজি পরিসংখ্যান নিয়ে কথা বলেছি। আমরা সরকারের নতুন যে অগ্রাধিকারগুলো আছে সেগুলোর বিষয়ে আমাদের কাছে যে সহায়তা সরকার চেয়েছে, তা নিয়ে কথা বলেছি।

গো‌য়েন লুইস ব‌লেন, বর্তমানে জা‌তিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছে। কিন্তু এটি মূল তদন্ত দল নয়। ফ্যাক্ট ফাইন্ডিং দল কতদিন কাজ করবে, সরকারের প্রত্যাশা কী এবং অন্যান্য বিষয় নিয়ে তারা আলোচনা করবে।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পূর্ণ তদন্ত করবে কি না- জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে তদন্ত দল কর্মপরিধি কতটুকু হবে, সেটির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে।

বিএইচ