সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্ত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৪ ১০:১৫:৩৮


সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিব এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২১ সালের ২৬ জানুয়ারি বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবদুল জাব্বার ভূঁইয়াকে সভাপতি ও গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের ২৫১ জন আইনজীবী।

এ কমিটির অনুমোদন দেন ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী মরহুম খন্দকার মাহবুব হোসেন। আর সুপারিশ করেন সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান।

বিএইচ