স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৮-২৪ ১০:২৭:০৫
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ আব্দুল মতিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে, স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে ২৪ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ক্যাম্পাস পুনরায় খুলে দেওয়া হবে।
এদিকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর প্রতিবাদে সভার ডাক দিয়েছেন সাধারণ শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীরা।
শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শহীদ মিনার চত্বরে এ সভা হবে। এতে সব শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিএইচ