সাপ্তাহিক লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৮-২৪ ১১:০৫:৪৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৭ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.২৪ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৪৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.০৫ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ২৮ কোটি ২৬ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৫৩ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউসিবির ২১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, সিটি ব্যাংকের ১৯ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা, ব্রিটিশ অ্যামেরিকার টোব্যাকোর ১৮ কোটি ৭৮ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৩৫ লাখ টাকা, জেএমআই হসপিটালের ১২ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা, রবি আজিয়াটার ১২ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস