সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-২৪ ১১:১৩:০৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১২ দশমিক ০৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৪.১০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৮.২০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭৮.৬০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইসলামী ব্যাংকের ৭.৭৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬.০০ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫.৩৩ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫.০০ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৪.৩১ শতাংশ, কেএন্ডকিউয়ের ৩.৫৯ শতাংশ এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩.৪৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস