খালেদা জিয়া ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাসের জন্ম হয় : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ২০১৬-১০-০১ ১৭:৩৫:১৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাসের জন্ম হয়।
শনিবার দুপুর ১টার দিকে নওগাঁর পত্মীতলা উপজেলায় পত্মীতলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের নির্মাণ কাজের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নওগাঁ-২ আসনের সংসদ ও জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী এমএ মুহিত, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, পুলিশ সুপার মোজাম্মেল হক, সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুল, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল কবির চৌধুরী প্রমুখ।