তামিমের সপ্তম সেঞ্চুরি

আপডেট: ২০১৬-১০-০১ ১৭:৫৪:৩৩


দুর্দান্ত ব্যাটিংয়ে আরও একবার নিজের জাত চেনালেন তামিম ইtamim news limon_89186কবাল। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার সপ্তম সেঞ্চুরি। তাতে সাকিব আল হাসানকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকে পরিণত হলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মোহাম্মদ নবীর বলে আউট হওয়ার আগে ১১৮ বলে খেলেছেন ১১৮ রানের ঝলমলে ইনিংস। যাতে ছিল ১১টি চার ও ২ ছক্কার মার। সবশেষ তিন অঙ্কের দেখা পেয়েছিলেন তামিম পাকিস্তানের বিপক্ষে গত বছরের এপিলে। ওই ম্যাচে তিনি অপরাজিত ছিলেন ১১৬ রানে।

গত কিছুদিন হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারছিলেন না তিনি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সেঞ্চুরি পেলেন ড্যাশিং ওপেনার তামিম। ১২ ইনিংস পর তিনি দেখা পেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের। যদিও মিডঅনে আজগর স্ট্যানিকজাইয়ের কল্যাণে ব্যক্তিগত ১ রানে জীবন পান বাঁহাতি এই ওপেনার। দ্বিতীয় ‘জীবন’ ফিরে পেয়ে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সর্বশেষ গত বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেয়েছিলেন তামিম ইকবাল। এই সময়ে খেলেছেন ১৩টি ওয়ানডে। হাফসেঞ্চুরি পেয়েছেন চারটি। কিন্তু এর একটিকেও সেঞ্চুরির কাছাকাছি নিয়ে যেতে পারেননি তামিম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৮০ রান করেছিলেন। কিন্তু এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে ২০ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

শনিবার অবশ্য আর কোনও ভুল করেননি তামিম। ভক্তদের নিরাশ না করে সেঞ্চুরি তুলে নিয়েছেন আফগানদের বিপক্ষে তৃতীয় ম্যাচে এসে। দৌলত জারদানের বলে সামনের দিকে বলটি ঠেলে দিয়েই সেঞ্চুরির ছুঁলেন তামিম। ১১০ বলে ১০ চারে তিনি পূরণ করেন তার সপ্তম সেঞ্চুরি।

আরও একটা মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম ইকবাল। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে ৫ হাজার রানের ক্লাবের সদস্য হতে যাচ্ছেন তিনি। তার কাছাকাছি আছেন কেবল একজনই, সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেট তামিমের হাফসেঞ্চুরির সংখ্যা ৩৩টি। এর মধ্যে কমপক্ষে ৮ কিংবা ১০টি সেঞ্চুরি হতে পারতো তামিমের। কিন্তু ভাগ্য সহায় হয়নি বলেই তামিমের সেঞ্চুরির সংখ্যা মাত্র ৭টি।

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তামিম ৮০ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে শুরু হওয়ার আগে তামিম ইকবালের মোট রান ছিল ৮৯৮৫ রান (টেস্ট ৩১১৮, ওয়ানডে ৪৭১৩ ও টি-টোয়েন্টি ১১৫৪)। ওই দিন ১৫ রান যোগ হতেই মাইলফলকটা ছুঁয়ে ফেলেন তিনি।

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। শুধু তাই নয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানরে ইনিংসটিও তারই দখলে। এছাড়া ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ৫২ ম্যাচে করেছেন ১১৫৪ রান; একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৬টি হাফসেঞ্চুরি। অন্যদিকে টেস্ট ক্রিকেটে তামিমের রান ৩১১৮; ৭ সেঞ্চুরি ও ১৮ হাফসেঞ্চুরিতে।