‘শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন’

প্রকাশ: ২০১৬-১০-০১ ১৮:৩১:৫৮


Hasan Mahmudপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (০১ অক্টোবর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য খাতে অগ্রগতি ও অর্জন’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, একাত্তরের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিলো। ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ও ফখরুল ইসলাম আলমগীর এ উন্নয়নের কথা জনসম্মুখে স্বীকার না করলেও অন্তরে অন্তরে ঠিকই স্বীকার করে যাচ্ছেন।

আকাশ থেকে বাংলাদেশের ওপর তাকালে কোনো ধরনের কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। এর কারণ, এ দেশে কোনো কুঁড়ে ঘর নেই। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। কেউ আর পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করে না বলেও জানান তিনি।

হাছান মাহমুদ জানান, শেখ হাসিনার নেতৃত্বেই সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য খাতসহ সকল ক্ষেত্রেই অগ্রগতি সাধিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপচার্য ড. হারুন অর রশিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু ও অসীম কুমার উকিল প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. অধ্যাপক রশিদী ই মাহবুব।