আনসার নয় ওরা আওয়ামী দস্যু: সেলিম উদ্দিন

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-২৬ ১৬:৫২:২৪


দাবি-দাওয়ার নামে যেসব আনসার সদস্যরা গতকাল রোববার সচিবালয় ঘেরাও করেছিল তাদেরকে আওয়ামী দস্যু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তর বাড্ডা এলিন কমিউনিটি সেন্টারে রামপুরা ও হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

সেলিম উদ্দিন বলেন, আমরা যদি সব সময় ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অপশক্তিই আমাদেরকে পরাজিত করতে পারবে না। আনসার নামধারী কিছু গুন্ডা দাবি-দাওয়ার নামে সচিবালয় ঘেরাও করতে গিয়েছিল। কিন্তু ছাত্রজনতার ঐক্যবদ্ধ শক্তি তাদেরকে পরাজিত করেছে। তারা আনসার নামের আওয়ামী দস্যু। ওরা পতিত স্বৈরাচারের এক্সটেনশন।

তিনি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করতে হবে। আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই-এদেশের ছাত্রজনতা আপনাদের সাথে আছে। আমরাও আপনাদের সাথে আছি।

সেলিম উদ্দিন বলেন, স্বৈরাচারের বিদায়ের পর দেশে এখন নতুুন করে কিছু লোক চাঁদাবাজি-দখলদারিত্ব শুরু করেছে। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব করতে পারে না। এদেশের মানুষ এখন অনেক সচেতন। এসব করে নির্বাচনে পার পাওয়া যাবে না। কোনো চাঁদাবাজ-দখলদারকে মানুষ গ্রহণ করবে না। মানুষের ভালোবাসা পেতে হলে একেবারে ক্লিন হয়ে আসতে হবে।

আলেম-ওলামাদের উদ্দেশ্যে জামায়াত নেতা বলেন, বিগত স্বৈরাচারের আমলে এদেশের আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তারা অনেক সাহস নিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। তাফসির মাহফিলগুলোতে ওলামায়ে কেরাম সাহস নিয়ে ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন। এজন্য অনেক আলেম-ওলামাকে জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। আমরা সবাই এক আল্লাহ, নবী ও কুরআনে বিশ্বাস করি। সুতরাং আমরা সবাই এক পতাকার নিচে আছি। আলেম সমজকে ঐক্যবদ্ধ থেকে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠার বড় দায়িত্ব হল আলেম সমাজের। বিগত সরকারের জুলুম-নির্যাতেরন মধ্যেও জামায়াতে ইসলামী কুরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ অব্যাহত রেখেছিল। একদিনের জন্যও জামায়াতের কাজ বন্ধ হয়নি।

তিনি বলেন, আমাদের তরুণ ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা ন্যায়বিচার চায়। আর পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন আমাদের নবী হযরত মোহাম্মাদ (স.)। তিনি কুরআনের আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আর ওলামায়ে কেরামও এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছেন। তাই ন্যায়বিচার কিসের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায় সেটা ছাত্রসমাজকে বুুঝাতে হবে।

ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার ড. মাওলানা আনোয়ার হোসাইন মোল্লা, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, বাংলাদেশ ইসলামী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আ ন ম রশীদ আহমাদ মাদানী, মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম মঈন উদ্দিন সিরাজী, মাওলানা ফখরুদ্দীন আহমদ, জমজম মসজিদের খতিব মাওলানা নাসির উদ্দীন হেলালী, মাওলানা সাদিকুর রহমান আজহারী, মাওলানা জহিরুল ইসলাম জাবেরি, বনানী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও ড. মাওলানা হাবিবুর রহমান, জামায়াত নেতা হেদায়েত উল্লাহ, কুতুবউদ্দিন, ফজলে আহমেদ ফজলু, এড. জিল্লুর রহমান ও ইউসুফ আলী মোল্লা প্রমূখ।

সভা পরিচালনা করেন- মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

বিএইচ