কঙ্গোয় ট্রেনে হামলায় নিহত ১৪

প্রকাশ: ২০১৬-১০-০২ ১২:১৮:১৭


kongoকঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলে  একটি ট্রেনে ডাকাতের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবার পুলিশ কর্মকর্তারা জানান, মিনদোলি রেলস্টেশনের কাছে এই হামলা চালানো হয়। এর একদিন আগেই নিনজাস সিলুলু গেরিলাদের আক্রমণে চার সেনা নিহত হয়।
চলতি বছরের এপ্রিল থেকেই দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত সন্ত্রাসী হামলায় ১৭ জন জন নিহত হয়েছে। এজন্য সরকার সাবেক গেরিলা নেতা ফ্রেডরিক বিতসাঙ্গুকে দায়ী করেন। ফক্স নিউজ