সরিয়ে দেয়া হল বিএসইসি চেয়ারম্যানের পিএস রাশিদুলকে

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-২৭ ২১:৫৬:২৮


শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) থেকে সরিয়ে দেয়া হয়েছে মো. রাশিদুল আলমকে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএসইসির প্রশাসন ও অর্থ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, বিএসইসি চেয়ারম্যানের নতুন পিএস হিসেবে যুক্ত করা হয়েছে কমিশনের উপ-পরিচালক তৌহিদ হাসানকে। তবে চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী দায়িত্ব থেকে সরানো হলেও যুগ্ম পরিচালক হিসেবে তিনি মার্কেট অ্যান্ড ইন্টারমেডিয়ারিস অ্যাফেয়ার্স ডিভিশন, রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট এবং অন্যান্য ইন্টারমেডিয়ারিস সেকশনের দায়িত্ব পালন করবেন।

এদিকে বিএসইসির উপ-পরিচালক তৌহিদ হাসানকে মুখপাত্রের দায়িত্ব দেয়া হলেও তিনি আইন বিভাগ, লিগ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট, লিগ্যাল সার্ভিস সেকশন-২, ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট এবং রেগুলেটরি সেকশনের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।