ফুটপাথের দোকানদার ৫০ কোটি টাকার মালিক!
আপডেট: ২০১৬-১০-০২ ১৪:২৭:৫৭
যাকে আপনি বাদের খাতায় ফেলেছিলেন তিনিই আপনাকে চমকে দিয়ে গেলেন। আর বড় বড় শহরে এমন “ছোট খাটো” ঘটনা হয়েই থাকে। ডিডিএলজে খ্যাত বিখ্যাত সংলাপের সত্যতা কতটা তার প্রমান মিলল। ভারতের মুম্বাইয়ের রাস্তার পাশে ঠেলায় খাবার নিয়ে বসা দোকানের কয়েক জন মালিক ঘোষণা করেছে তাদের স্থাবর সম্পত্তির পরিমান। কেন্দ্রের কালো টাকা স্কিমে তাঁদের ধনসম্পত্তির পরিমান ৫০ কোটি টাকা!
এই বিপুল কালো টাকার “ছোট” ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন থানের বরা-পাও সেন্টারের মালিক। রয়েছেন ঘাটকোপরের ধোসা বিক্রির ঠেলা এবং অন্ধেরির স্যান্ডউইচ দোকানের মালিক। তবে নিজেদের এই সম্পত্তির কথা ঘোষণা করলেও তাঁদের ধারণা নেই যে এই টাকার ৪৫ শতাংশ কর হিসাবে দিতে হবে।
জানা গিয়েছে মুম্বাই শহরের বিলাসবহুল এলাকায় বেনামে এদের বহু সম্পত্তি রয়েছে। এদের মধ্যে একজনের ছেলের বিয়েতে পার্টি দিতে চেয়েছিলেন তুরস্কে। ট্যাক্স কনসালট্যান্ট বাধ সাধায় তা হয়ে ওঠেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্যাক্স অ্যাডভাইজার বলেন, “এরা কয়েক সপ্তাহের মধ্যে এই বিপুল পরিমাণ সম্পত্তি বিক্রি করতে পারবেন না। কিন্তু এদের কাছে এখন ওই পরিমাণ সম্পত্তির ৪৫ শতাংশ কর দেওয়ার মতো টাকাও নেই।