বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো ঢাকা দক্ষিণ সিটি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৮ ১৮:০৭:১৭


দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে ডিএসসিসি প্রশাসক ড. মুহ. শের আলী কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের (১৪ লাখ ৯১ হাজার ছয়শত আটান্ন টাকা) চেক স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামানের নিকট হস্তান্তর করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

বিএইচ