আকাশ থেকে নামল দুটো গরু!

প্রকাশ: ২০১৬-১০-০২ ১৪:৩৫:৪৭


সে এক হই হই কাণ্ড৷ একজোড়া গোরুকে ছাদের গোয়াল থেকে নামানো হচ্ছে৷ তার জন্য ভাড়া করা হয়েছে ক্রেন৷এমনিতে কয়েকদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে চরম গরম সম্পর্কের জেরে কোনও আলোচনাই হচ্ছিল না৷ এবার পাকিস্তানের বন্দর শহর করাচি অবশ্য নতুন আলোচনার বিষয় পেল৷ ক্রেন দিয়ে গোরু দুটোকে ছাদ থেকে নামানোর গল্প৷ সোশ্যাল সাইটের জেরে সেই ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে৷
cow-1করাচির বাসিন্দা এজাজ আহমেদ৷ শহরের এক ঘিঞ্জি মহল্লায় তার চারতলা বাড়ি৷ এলাকার প্রতিটি বাড়ি গায়ে গায়ে লেগে রয়েছে৷ এমনই অবস্থা যে গলির মধ্যে দিয়ে ঠিকমতো যাতায়াত করাই মুশকিল৷ এরকম পরিবেশেই গরু পালনের শখ হয়েছিল এজাজ আহমেদের৷ বুদ্ধি খাটিয়ে ছাদেই গোয়াল তৈরি করেন৷ চারবছর আগে দুটি বাছুর কিনে ছাদে রেখে দিয়েছিলেন৷ ছোট থাকায় চারতলার ছাদে ওঠাতে কোন সমস্যাই হয়নি। ছাদের গোয়ালে গরু দুটোকে দিব্বি জাবনা দেওয়া হত৷ মনের আনন্দে সেই জাবনা খেয়ে বড় হয়েছে তারা৷ ছাদ থেকেই তারা করাচির আকাশ দেখে৷ আর রাশি রাশি গোবর ফেলে৷ সেসব পরিষ্কার করান এজাজ আহমেদ৷ এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল৷ কয়েকদিন আগে এজাজ আহমেদ সিদ্ধান্ত নেন, তিনি আর গরু রাখবেন না৷ শুরু হল ঝামেলা। চারবছর আগের সেই বাছুর দুটোর একটা প্রমাণ সাইজের ষাঁড় অন্যটি বড়সড় গাভী হয়ে গিয়েছে৷ ঘিঞ্জি চারতলার ততোধিক ঘিঞ্জি সিঁড়ি দিয়ে তাদের নামানো এক সমস্যা৷
cow-2আবারও বুদ্ধি খাটালেন এজাজ আহমেদ৷ পোষ্য দুটোকে নামাতে ৬০ ফুট লম্বা একটা ক্রেন ভাড়া করলেন তিনি৷এরপর শুরু হল ছাদ থেকে গলিতে গরু নামানোর পর্ব৷ একে ঘিঞ্জি গলি তারপর লোকচলাচল কোনরকমে ঝুঁকি নিয়ে ক্রেন ঢুকল সেখানে৷ ততক্ষণে সবার চোখ আকাশে৷ উপর থেকে নেমে আসবে গরু৷
শত শত দর্শকের কৌতুহলী দৃষ্টির সামনে দড়িতে বাঁধা হল ছাদে থাকা ষাঁড় ও গাভীকে৷ এরপর এক এক করে তাদের নামিয়ে আনা হলো৷ মুহূর্তে স্মার্ট ফোনে বন্দি সেই ছবি৷ যা সোশ্যাল সাইটের কল্যাণে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে৷ করাচির জরুরি পরিষেবা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আমি জীবনে কখনো এরকম উদ্ধার অভিযানের কথা শুনিনি।