ইবির পরিবহন প্রশাসক ও ফোকলোর বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহন
প্রকাশ: ২০১৬-১০-০২ ১৭:৫২:০৩
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. আনোয়ার হোসাইন নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান ফোকলোর স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করে।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যলয়ে নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন প্রফেসর ড. আনোয়ার হোসেন। এর আগে তিনি ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক পরিবহন প্রশাসক প্রফেসর ড. সাইদুর রহমান নতুন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হেসেনের কাছে পরিবহন প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রভোষ্ট কাউন্সিলের সভাপতি ও শেখ হাসিনা হলের প্রভোষ্ট প্রফেসর ড. মিজানুর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান এবং বাংলা বিভাগের প্রফেসর ড রবিউল ইসলাম অনু।
অপরদিকে দুপুর দেড়টায় ফোকলোর বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন বাংলা বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ফোকলোর বিভাগের সাবেক সভাপতি ও বর্তমান ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ আশকারী নতুন সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমানের কাছে ফোকলোর বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাপলা ফোরামের একাংশের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরিফীন, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন।
উল্লেখ্য গত বৃহষ্প্রতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ আশকারী সাবেক পরিবহন প্রশাসক প্রফেসর ড. সাইদুর রহমানকে অব্যাহতি দিয়ে উক্ত পদে সাবেক ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেনকে নিযুক্ত করেন। এছাড়া সাবেক ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেনকে অব্যহতি দিয়ে উক্ত পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রভোষ্ট প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপনকে নিযুক্ত করেন।
সানবিডি/ইবি/তারিক/এসএস