নজরুল বিশ্ববিদ্যালয়ে “গেম আইডিয়া জেনারেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত
আপডেট: ২০১৬-১০-০২ ১৮:৫১:১৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ (০২-১০-২০১৬) বিকাল তিনটায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০৯ নম্বর কক্ষে “গেম আইডিয়া জেনারেশন ওয়ার্কশপ”অনুষ্ঠিত হয় ।
যুব সমাজকেদক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে মোবাইল গেইমিং এবং বিশ্ববাজারে বাংলাদেশের অংশগ্রহন আরো দৃঢ় অবস্থান নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ“জাতীয় পর্যায়ে মোবাইল গেইম উন্নয়ন কর্মসূচি” গ্রহন করেছে ।চলতি বছরে বিশ্ববাজারে মোবাইল গেইমের চাহিদা রয়েছে ৯৯ দশমিক ৬ বিলিয়ন ডলার । যেখানে মোবাইল গেইমের বাজার রয়েছে ৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলার ।
সেই বাজার ২০১৮ সালের মধ্যে ১১৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে,যেখানে ৪৪ দশমিক ২বিলিয়ন ডলার আসবে শুধু মোবাইল গেইম থেকে ।সেই বড় বাজারে বাংলাদেশকে নেতৃত্বস্থানীয় অবস্থানে নিয়ে যেতে ‘মোবাইল গেইমের দক্ষতা উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দশ হাজার ডেভেলপার তৈরি করবে সরকার । এজন্য পূর্ণাঙ্গ ডেভেলপার হিসেবে আট হাজার ৭৫০ জনকে
এবং গেইমিং অ্যানিমেটর হিসেবে দুই হাজার আটশ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।
সরকারের সেই কর্মসূচির অংশ হিসেবে আজ জাককানইবি’তে“গেম আইডিয়া জেনারেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয় । সিএসই বিভাগের শিক্ষার্থীরাউক্ত ওয়ার্কশপে অংশগ্রহন করে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন, এ্যাপনোমেট্রি লিমিটেডের মো. জাকির হোসেন ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপকড. মিজানুর রহমান।
সানবিডি/ঢাকা/আজিজার/এসএস