টাঙ্গাইলে গণপিটুনিতে ‌‘ডাকাত’ নিহত

আপডেট: ২০১৬-১০-০৩ ১৯:০৫:০৮


Ganopituniটাঙ্গাইলের ঘাটাইলে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। এই ঘটনায় আরো তিন ডাকাতকে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সাগরদীঘি পুলিশ ফাঁড়ির আধা কিলোমিটার পূর্বে শোলাকৈরা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত বিপ্লবের বাড়ি খুলনা। তার বাবার নাম মহির উদ্দিন।
আটককৃতরা হলেন-দেলোয়ার হোসেন (২৪), নাহিদ হোসেন (২২) ও সুমন খান (৩৪)। এদের মধ্যে সুমনের বাড়ি ঢাকার মোহম্মদপুর, নাহিদের বাড়ি কালিহাতীর নগরবাড়ি ও দেলোয়ারের ঠিকানা জানা যায়নি।
জানা গেছে, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানে করে সংঘবদ্ধ ডাকাত দল সাগরদীঘি ভরডোবা সড়কে যাত্রীবাহী যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এতে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপ্লব নামে এক ‘ডাকাত’কে স্থানীয় জনতা হাতে-নাতে ধরে গণধোলাই দিলে তিনি সেখানেই মারা যান। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আরো তিন ডাকাতকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ওসি মোহম্মদ কামাল হোসেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।