ঢাবির ১১ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৯-০৩ ২২:১৯:৩২


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১১ হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত চিঠি বিকেলে তাদের অফিসে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ডিনদের কাছে নিয়োগ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ।

নিয়োগপ্রাপ্ত প্রভোস্টদের মধ্যে, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক শাহ, হাজী মুহম্মদ মুহসিন হলে জিন প্রকৌশল বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ নাজমুল আহসান, সলিমুল্লাহ মুসলিম হলে জাপানিজ স্টাডিজের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ নাজমুল হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইসলামিক স্টাডিজের শিক্ষক ড. মোহাম্মদ শামসুল আলম, বিজয় একাত্তর হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স. ম. আলী রেজা নিয়োগ পেয়েছেন।

এছাড়া, রোকেয়া হলে রসায়ন বিভাগের শিক্ষক ড. হোসনে আরা বেগম, সুফিয়া কামাল হলে গণিত বিভাগের শিক্ষক ড. সালমা নাসরিন, কুয়েত মৈত্রী হলের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ড. মাহবুবা সুলতানা, শামসুন্নাহার হলে স্বাস্থ্য ইন্সটিটিউটের শিক্ষক ড. নাসরিন সুলতানা নিয়োগ পেয়েছেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের আট অনুষদে নতুন ডিন নিয়োগ করার কথা জানান রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ।

বিএইচ