কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ
প্রকাশ: ২০১৬-১০-০৬ ১২:১২:১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৯ম ব্যাচের এক ছাত্রীকে শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। বুধবার ৯ম ব্যাচের ঐ ছাত্রী দুই ছাত্রের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ঐ ছাত্রী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নওয়াব ফয়জুুন্নেছা চৌধুরানী হল থেকে বের হলে হল গেটে অটো রিক্সার জন্য দাঁড়ান। এ সময় লোক প্রশাসন বিভাগের ৭ম ব্যাচের ছাত্র জসিম উদ্দিন ও অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের ছাত্র মাসুদ আলম তার পাশ দিয়ে যাওয়ার সময় বাজে শব্দ ব্যবহার করে হুমকি দেন।
প্রতিবাদ করলে তারা বাজে শব্দ চয়ন করে বলেন, তোর দেমাগ কমে নাই তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করব। যাকে নিয়ে দেমাগ দেখাস সে তো ক্যাম্পাসে থাকবে না, তুই তো একা একা পাঁচ বছর কাটাবি। তোর ঝাল তুলব বিবস্ত্র করে ক্যাম্পাসে পিটাবো। কারো কাছে কোন প্রকার অভিযোগ করলে তোকে গুম করে ফেলব।
এ অবস্থায় ঐ ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রক্টরের নিকট এ আবেদন করেন।
এ বিষয়ে ঐ ছাত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘যে সব বাজে কথা আমাকে ওরা বলেছে তার একটু মাত্র উল্লেখ করেছি। সব কথা উল্লেখ করতে নিজেরও লজ্জ্বা লাগে।’
অভিযোগের কথা অস্বিকার করে অভিযুক্ত জসিম উদ্দিন ও মাসুদ আলম বলেন, ‘ও আমাদের জুনিয়র। ওর সাথে আমাদের কোন কথাই হয়নি। এটা আমাদের বিরুদ্ধে একটা সুচিন্তিত ষড়যন্ত্র।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নিব।’
সানবিডি/ঢাকা/এলাহী/এসএস