এই পুজোয় আকাশ রঞ্জনের “আধুনিক ছেলে”

প্রকাশ: ২০১৬-১০-০৬ ১৯:২৭:৫৭


Akashএই পুজোয় আকাশ রঞ্জনের রচনায় “আধুনিক ছেলে” প্রচারিত হবে চ্যানেল আইতে। আগামী কাল বিকেল ৫:৩০ মিনিটে এ নাটকটি প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন শাকিবুর রহমান। “আধুনিক ছেলে ” নাটকে অভিন করে  মীর সাব্বির ,নাদিয়া মীম ,শফিক খান দিলু ,নীলা ,মিলা ,সোহেল ,রাতুল ,সোহাগ কাজী সহ অনেকে ।

এই নাটক সর্ম্পকে আকাশ রজ্ঞন বলেন, নাটকটি হাসির মাধ্যমে আধুনিকতার মূল জিনিস তুলে দরার চেস্ষা করেছি। আশা করি নাটকটি  সবার ভঅল লাগবে।

সানবিডি/ঢাকা/এসএস