আনুশকার পরনে ১৭ কেজি লেহেঙ্গা
প্রকাশ: ২০১৬-১০-০৮ ১১:১৯:০৯
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ‘চান্না মেরেয়া’ গানটি আক্ষরিক অর্থে মুশকিলে ফেলেছিল আনুশকা শর্মাকে। একে তো মন খারাপ করা নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন, তার ওপর পরণে থাকা লেহেঙ্গার ওজন ১৭ কেজি! ওই পোশাকে অবশ্য তাকে মানিয়েছেও ভালো।
এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘নাচের জন্য ভারি পোশাকটি পরার পর সবাই আমার জন্য বেশ দুঃখ প্রকাশ করছিলেন। কেবল লেহেঙ্গার ওজনই ১৭ কেজি! এর সঙ্গে ছিল মানানসই অনেক অলঙ্কার। সবকিছু মিলিয়ে ২০ কেজির মতো বাড়তি ওজন বহন করতে হয় আমাকে। আমাকে এতো ভারী কাপড় পরে হেঁটে যেতে হয়েছিল। মনে হচ্ছিল কাঁধ আর ভার বইতে পারছে না।’