‘এই মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়’
প্রকাশ: ২০১৬-১০-০৮ ১৪:২৫:০৩
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়। এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দেশকে স্থায়ীভাবে জঙ্গি মুক্ত করা।শনিবার সকালে কুষ্টিয়ার পোড়াদহে ভারল স্কুল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি তথ্য এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, যারা জঙ্গি দমনের কাজ বাদ দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসতে চাচ্ছে।তারা জঙ্গি দমনের যুদ্ধটাকে ধামাচাপা দিতে চাচ্ছে।
তিনি আরো বলেন, হত্যাকারী যেমন অপরাধী, হত্যার পরিকল্পনাকারী ও মদদদানকারীও একই অপরাধে অপরাধী। বেগম খালেদা জিয়া হলেন সেই ভয়ঙ্কর নেত্রী, যিনি জঙ্গিদের সমর্থন করেন, আগুন যুদ্ধ করেন, মানুষ পোড়ান ও জঙ্গি হামলার সরাসরি নেতৃত্বে দেন। সুতরাং মাঠে জঙ্গিদের যদি আমরা দমন করি, তাহলে জাতিকে জঙ্গির সঙ্গী ভয়ঙ্কর নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বর্জন করার সিদ্ধান্ত নিতে হবে।
কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনসহ জাসদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।-বাসস।
সানবিডি/ঢাকা/এসএস