রাগীব আলীর সহযোগী জেলহাজতে
প্রকাশ: ২০১৬-১০-১০ ১৮:৪০:৫০
জাল কাগজপত্রের মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল সংক্রান্ত প্রতারণার মামলায় শিল্পপতি রাগীব আলীর সহযোগী ও আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো সোমবার দুপুরে এ আদেশ দেন।
সিলেট জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি নিয়ে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় দুটি মামলার শুনানি ছিল সোমবার। এসময় ওই মামলার আসামি মোস্তাক মজিদ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, জাল কাগজপত্রের মাধ্যমে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং প্রতারণার আলোচিত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে-মেয়েসহ ৬ জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
সানবিডি/ঢাকা/এসএস