টঙ্গীবাড়িতে হামলায় নিহত ১, আহত ৩
আপডেট: ২০১৬-১০-১১ ১৭:২৩:৩১
টঙ্গীবাড়ি উপজেলার পুরা গ্রামে সোমবার রাত ৮ টার দিকে হামলায় এক যুবক নিহত ও অপর তিনজন আহত হয়েছে। নিহত ফয়সাল ঢালী (২২) সদর উপজেলার ঢালীকান্দির নোয়াদ্দা গ্রামের নজরুল ঢালীর পুত্র। আহত শাহিদুল ইসলাম (২২), আকাশ মিয়া (২২) ও মোহাম্মদ মাসুমকে (২২) মুর্মূষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সকলের নোয়াদ্দা গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় মূল হামলাকারী মিরাজ মিয়াকে (২৩) জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মিরাজ পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার যশোলংয়ের নয়া দিঘিরপাড় গ্রামের প্রবাসী সিরাজ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নোয়াদ্দা গ্রামের কয়েক বন্ধু মিলে পাশের পূরা গ্রামে পূজা দেখে ফিরছিল। এই সময় প্রেমঘটিত এবং পূর্বের মারামারি জের ধরে মিরাজ অপর বন্ধু সম্রাট ও দিপুসহ কয়েক যুবক নিয়ে নির্জন রাস্তায় এই হামলা চালায় এবং এলোপাথারি চার বন্ধুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত চার জনকে মুন্সীগঞ্জ জেনালের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করে এবং বাকী তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়।
মুন্সীগঞ্জ জেনালের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিদ ইবনে আব্দুল্লাহ জানান, ফয়সালের পেটে ছুরিকাঘাতের কারণেই মারা গেছে। হাসপাতালে আসার আগে ঘটনাস্থলে বা পথে সে মারা যায়। বাকীদের আঘাতও গুরুতর। তাই ঢাকা পাঠানো হয়েছে।
নিহত ফয়সাল ঢালীর বাবা কৃষক নজরুল ঢালী জানায়, ফয়সাল সরকারী হরগঙ্গা কলেজে থেকে এবার এইচএসসি পাস করেছে। এখন আনার্সে ভর্তির অপেক্ষায় ছিল। ফয়সাল পরিবারের কৃষি কাজে সহায়তা করছিল।
পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল আলম পিপিএম জানান, এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমঘটিত বিষয় নিয়ে নিহত ফয়সাল ও গ্রেফতারকৃত মিরাজের সঙ্গে কয়েকদিন আগে মারামারি ঘটনা ঘটে। এর জের ধরে এই হামলা হয়েছে। গ্রেফতারকৃত মিরাজকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহত ফয়সালের লাশ মুন্সীগঞ্জ জেনালের হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে ফয়সালের স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে।
টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসাইন জানিয়েছেন, একাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ফয়সালের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মিরাজও ঐ ছাত্রীকে পছন্দ করতো। এই নিয়ে বিরোধ সৃষ্টি হয়। মিরাজ এলাকায় বখাটে হিসাবে পরিচিত।
সানবিডি/ঢাকা/এসএস