গুণের কবিতাকুঞ্জে পাশে পরী

প্রকাশ: ২০১৬-১০-১৫ ১৩:১৩:০৭


poriকবি নির্মলেন্দু গুণের কবিতার পাশে দাড়িয়েছেন বাংলার জনপ্রিয় নায়িকা পরী মণি। কবি নির্মলেন্দু নেত্রকোনার মগরা নদী তীরে একটি কবিতাকুঞ্জের ভবন নির্মাণের জন্য সাহায্যের আদেবন করেছিলেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর সে স্টাটাস দেখেই পরী কবিতাকুঞ্জের পাশে দাঁড়িয়েছেন।

স্ট্যাটাস, ‘নেত্রকোণার শহরতলী মালনীতে, মগরা নদী তীরে নির্মাণাধীন কবিতাকুঞ্জের ভবন নির্মাণ সম্পন্নকরণ, বিদ্যুৎ সংযোগ স্থাপন, পানির জন্য সাবমারসিবল পাম্প বসানো, পাঠাগারের জন্য বই কেনা ও বই রাখার জন্য আলমারি ও বসার জন্য চেয়ার টেবিল কিনতে কম করেও ৫-৭ লাখ টাকা দরকার হবে। আমার নিজের টাকা শেষ। সামনে কোনো অর্থকরী পুরস্কার পাওয়ার সম্ভাবনা দেখছি না। এমতাবস্থায় আমি আপনাদের কাছে প্রস্তাবিত কবিতাকুঞ্জের জন্য অর্থ সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি। আমার বিকাশ নম্বরে (০১৯৫৫৩১৪৬৪৫) অর্থ সাহায্য পাঠাতে পারেন।’

এ বিষয়টি নিশ্চিত করে পরী মণি বলেন, ‘আমি কবিতা অনেক ভালোবাসি। আমার মনের নায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। আমাকে কে ফলো করে আমি জানি না, কিন্তু ফেসবুকে আমি বাংলাদেশের সব কবিকেই ফলো করি। হঠাৎ করেই কবি নির্মলেন্দু গুণের স্ট্যাটাস চোখে পড়ল। মনটা খারাপ হয়ে গেল। এভাবে তার মতো একজন কবির স্বপ্ন থেমে যাবে? তখনই উনাকে ফোন করে পাশে দাঁড়ানোর ইচ্ছে জানাই। উনিও আমাকে সাদরে গ্রহণ করলেন। আমি একজন মানুষ হিসেবে গর্বিত যে এমন একটি কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছি।’