ঝোপের গর্তে মিলল ৩ কোটি টাকার ইয়াবা

প্রকাশ: ২০১৬-১০-১৬ ১৫:২১:৫৪


Yabaকক্সবাজারের টেকনাফে এক অভিযানে রাস্তার পাশের ঝোপে গর্তে লুকানো তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ রবিবার ভোরে টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ায় এ অভিযান চালানো হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে জালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশে ঝোপের ভেতর মাটির গর্ত থেকে পলিথিন মোড়ানো এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করার এসব ইয়াবার মূল্যে তিন কোটি টাকা হবে বলে তিনি জানান।