৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
প্রকাশ: ২০১৬-১০-১৬ ১৭:০৫:১৪
দেশে অবৈধ পথে মোবাইল ফোন আমদানির কারণে সরকার বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দেশে বর্তমানে মোবাইল ফোন সেটের বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। এ খাত থেকে সরকারের ২৩ শতাংশ রাজস্ব আয় হওয়ার কথা। অথচ অবৈধ মোবাইল ফোন আমদানির কারণে রাজস্ব আয় তো হচ্ছেই না; বরং ক্ষতি হচ্ছে প্রায় ৪ হাজার কোটি টাকা।
তিনি বলেন, ২০০১ সালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন করার পর ২০১০ সালে এ আইনে সংশোধন করা হয়। তবে এ আইনের যথাযথ প্রয়োগ ও প্রচার না থাকায় মিথ্যা তথ্য দিয়ে অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ আমদানি করা হচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে মোবাইল ফোন সেট ও অ্যাক্সেসরিজ বাজার জাতের আগে পরীক্ষা-নিরীক্ষা করা, অবৈধ পথে মোবাইল ফোন সেট ও অ্যাক্সেসরিজ আমদানি বন্ধ করা এবং বিটিআরসির নীতিমালায় পরিবর্তন আনা।
এ ছাড়া, দেশে মানসম্পন্ন মোবাইল ফোন সেট অ্যাক্সেসরিজ উৎপাদনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ ঘন ঘন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এবং হ্যান্ডসেটের রেডিয়েশন সর্বনিম্ন পর্যায়ে রাখার দাবিও তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে ছিলেন, পরিবেশ বাঁচাও আইনজীবী ইসরাত হাসান প্রমুখ।