ন্যাশনাল টিউবস জিআই পাইপ উৎপাদন শুরু করেছে

প্রকাশ: ২০১৬-১০-১৮ ১২:২২:২৪


national_tubes_logoপ্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস গত ১০ অক্টোবর থেকে জিআই প্লান্টে পাইপ উৎপাদনের কাজ শুরু করেছে। গত ৪ বছর থেকে কোম্পানিটির এই পাইপ উৎপাদনের কাজ বন্ধ ছিল।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে কোম্পানির জিআই পাইপ উৎপাদনের খবর প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি জানতে চেয়ে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জিআই পাইপ উৎপাদনের কথা জানায়।

উল্লেখ্য, কোম্পানিটি জিআই ও এমএস পাইপ ডিলারদের কাজে বিতরণের জন্য গত ১ অক্টোবর ঢাকার আলু বাজারে একটি দোকান ভাড়া নিয়েছে।