শরণার্থীদের কাছে ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রকাশ: ২০১৬-১০-১৮ ১৬:৪০:১৬
শরণার্থী, অভিবাসী, বহিরাগত এবং পর্যটক। প্রথম তিনটি শব্দ লাল কালি দিয়ে কেটে দেয়া হয়েছে। বেঁচে থাকা একমাত্র শব্দটি পর্যটক। এরকমই একটি স্লিভলেস ট্যাংক টপ পরে ভ্রমণ বিষয়ক এক ম্যাগাজিনের প্রচ্ছদের মডেল হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
এতে সমালোচনার ঝড় ওঠার ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া ও কনডে ন্যাস্ট ম্যাগাজিন কর্তৃপক্ষ।
প্রিয়াঙ্কা বলেছেন, অনুভূতিতে আঘাত লাগায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সমসময়ই শ্রেণিবিভাজনের বিপক্ষে। আমি সত্যিই খুব খারার লাগছে। কিন্তু যে বার্তা দেয়া হয়েছে তা বিকৃত করা হয়েছে।
এনডিটিভিকে তিনি বলেছেন, ম্যাগাজিনটির মূল উদ্দেশ্য ছিল বিদেশীদের সম্পর্কে সাধারণ মানুষের মনে যে অহেতুক ভয় থাকে, সে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করা। শরণার্থীদের অনুভূতিতে আঘাত করা নয়।
চলতি মাসের শুরুতে মিস চোপড়া নিজেই ম্যাগাজিনের কাভারের ছবিটি টুইটারে পোস্ট করেন। এরপরই ভারত জুড়ে শুরু হয় সমালোচনা। বিষয়টিকে অশোভন আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, এই মূহুর্তে সিরিয় শরণার্থীরা যে অমানবিক জীবনযাপন করছেন, সেসময় এমন বক্তব্যের মাধ্যমে তাদের হেয় করা হয়েছে। খবর: বিবিসি ও এক্সপ্রেস ট্রিবিউন।