ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কন্ডোলিসা রাইসের
প্রকাশ: ২০১৬-১০-১৯ ১৭:৩৭:১৮
যথেষ্ট হয়েছে! ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। নির্বাচন থেকে তার সরে দাঁড়ানো উচিত।’ নারীদের নিয়ে ট্রাম্পের নোংরা মন্তব্যের টেপ প্রকাশ হওয়ার যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস তার ফেসবুক পেজে এ মন্তব্য করেছেন।
রিপাবলিকান দলের রাজনীতিবিদ কন্ডোলিসা রাইস আরো বলেন, ‘একজন রিপাবলিকান হিসেবে আমি এমন কাউকে সমর্থন করতে চাই যিনি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশটির সর্বোচ্চ কার্যালয়কে সম্মান করেন এবং তার নেতৃত্ব দিতে সক্ষম।’
২০০৬ সালে কন্ডোলিসা রাইসকে ‘দুশ্চরিত্রা’ বলে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কন্ডোলিসা রাইস সম্পর্কে আরও বলেন, ‘তিনি অন্য দেশ, জাতির কাছে যান। নেতাদের সঙ্গে সমঝোতা করেন। ফিরে আসেন। কিন্তু কিছুই হয় না।’
মঙ্গলবার ট্রাম্পের এসব মন্তব্য প্রথম নতুন করে প্রকাশ করে ডেডস্পিন। ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে কন্ডোলিসা রাইস শুধু লিখেছেন, ‘এক্সাক্টলি। ক্যান্ট ওয়েট আনটিল নভেম্বর ৯!’
২০০৬ সালের করা মন্তব্যের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। ট্রাম্প যে অনুষ্ঠানে কন্ডোলিসা রাইসকে নিয়ে ওই মন্তব্য করেন সেখানে উপস্থিত ছিলেন স্টিভ ফেল্ট। মঙ্গলবার সিএনএনকে বলেছেন, কন্ডোলিসা রাইসকে নিয়ে ট্রাম্পের ওই মন্তব্যের কথা এখনো তার স্মরণে আছে।