হিলারির হ্যাট্রিক জয়
আপডেট: ২০১৬-১০-২০ ১৩:৫০:৫৪
বিতর্কের মঞ্চে হ্যাট্রিক জয় নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। আগামী ৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে পরপর তিনটি বিতর্ক অনুষ্ঠানের তিনটিতেই জয়ী হয়েছেন এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফাস্র্ট লেডি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বি ডনাল্ড ট্রাম্পের বিপক্ষে তর্কযুদ্ধে নামেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিতর্ক মঞ্চে।
সিএনএন-ওআরসি’র জরিপ বলছে, বিতর্ক দেখেছেন এমন ৫২ শতাংশ মনে করেন এতে হিলারি জয়ী হয়েছেন। তবে ডনাল্ড ট্রাম্পের পক্ষে এই ভোট পড়েছে ৩৯ শতাংশ।