সিএনএনের জরিপে চূড়ান্ত বিতর্কে হিলারিই জিতেছেন

প্রকাশ: ২০১৬-১০-২০ ১৩:৪৯:৫১


hillaryচূড়ান্ত প্রেসিডেন্সিয়াল বিতর্কে কে জিতেছেন- এ প্রশ্নটি করা হয়েছিল বিতর্ক দেখেছেন এমন ব্যক্তিদের। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন পরিচালিত ওই জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ হিলারির পক্ষে মত দিয়েছেন। এর আগের দুটি বিতর্কেও জিতেছিলেন হিলারি।

বুধরার রাতে লাস ভেগাসে চূড়ান্ত প্রেসিডেন্সিয়াল বিতর্কের আয়োজন করা হয়। জরিপে অংশগ্রহণকারী ৩৯ শতাংশ দর্শক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনান্ড ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, বিতর্কে ট্রাম্পই জিতেছেন।

কে বেশি প্রতিপক্ষের ওপর আক্রমণ করতে সক্ষম হয়েছেন- এ প্রশ্নের জবাবে দর্শকরা বলেন, ৬০ ভাগ ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আক্রমণ করা হয়। মাত্র ২৩ ভাগ ক্ষেত্রে হিলারির ওপর আক্রমণ করতে সক্ষম হয়েছেন ট্রাম্প। ৬৩ শতাংশ দর্শকের মতে, হিলারির আক্রমণগুলি যুক্তিযুক্ত ছিল। অন্যদিকে ৫৫ শতাংশ দর্শকের মতে, ৫৫ ভাগ ক্ষেত্রে ট্রাম্পের আক্রমণ সঠিক ছিল।