সাপ্তাহিক দর পতনের শীর্ষে লিন্ডে বিডি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-০৫ ১০:০৯:৪৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৩ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০০৯.৩০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কাট্টালী টেক্সটাইলের শেয়ার দর কমেছে ২২ দশমিক ৩০ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০.৮০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৬০ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে লিজিংয়ের ১৮.৪৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ১৭.৯৫ শতাংশ, ইন্দো বাংলা ফার্মার ১৭.৯২ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৭.৭৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ১৭.১২ শতাংশ এবং ফরচুন সুজ লিমিটেডের ১৬.৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস