দুই কোম্পানির পর্ষদ সভা আজ
প্রকাশ: ২০১৬-১০-২২ ১২:০৫:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পর্ষদ সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো বিদ্যুত ও জালানি খাতের ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড ও প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বিকেল ৩টায় ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
একই সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। সভা থেকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ও তৃতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, ডরিন পাওয়ার ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
আর প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। উল্লেখ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।