আ.লীগের মতো ত্যাগ পৃথিবীর কোনো দল করেনি

প্রকাশ: ২০১৬-১০-২২ ১২:১০:১৯


ashrafআওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম রাজনৈতিক দল। এটি গতানুগতিক বা সনাতন রাজনৈতিক দল নয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে এ দলটির মতো আত্মত্যাগ পৃথিবীর কোনো রাজনৈতিক দল করেনি।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আশরাফ আরো বলেন, এ মুহূর্তে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী দল। আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ হবে। ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারবে না।

সৈয়দ আশরাফ আরো বলেন, আওয়ামী লীগের একটি কর্মী ব্যাথা পেলে সেই ব্যাথা আমিও পাই। আমার রক্ত আপনার রক্ত আওয়ামী লীগের রক্ত।

আওয়ামী লীগে হাজার শহীদের রক্ত
সৈয়দ আশরাফ আরো বলেন, আওয়ামী লীগে হাজার শহীদের রক্ত। জাতির পিতার রক্ত। হাজার হাজার নেতা-কর্মীর শহীদের রক্ত বহমান। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়। ভাষা আন্দোলনের রক্ত, ৬ দফার আন্দোলনের রক্ত। অসহযোগ আন্দোলনের রক্ত। মহান স্বাধীনতার রক্ত আওয়ামী লীগে বহমান।

এই দেশটি আওয়ামী লীগ স্বাধীন করেছে উল্লেখ করে সৈয়দ আশরাফ আরো বলেন, এই আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনার শরীরে শহীদের রক্ত। আমি সৈয়দ আশরাফুল ইসলামের শরীরেও শহীদের রক্ত।

এরআগে শনিবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপদেষ্টা ছিলাম।