জার্মানিতে ফুটবল জাদুঘর
প্রকাশ: ২০১৫-১০-২৪ ১১:২৩:১৬
জার্মানির জাতীয় খেলা ফুটবল। তাই দেশটিতে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। সম্প্রতি ডর্টমুন্ডে নতুন একটি ফুটবল জাদুঘর তৈরি করা হয়েছে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয় এই খেলার প্রতি দেশটির মানুষের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
ডর্টমুন্ডের এই ফুটবল জাদুঘর তৈরিতে ব্যয় হয়েছে ৩ কোটি ৬০ লাখ ইউরো। ৮০০ টন স্টিল ব্যবহার করে এই জাদুঘর তৈরি করতে সময় লেগেছে প্রায় ৯ বছর।
১৯৫৪ সালে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জিতেছিল জার্মানি। ওই আসরের একটি ফুটবল।
১৯৫৪ সালে বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়দের প্রতি শদ্ধা জানাতে তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক ফুটবল জাদুঘর।
১৩ ফুট ব্যাসের এই ঘূর্ণায়মান বলটিতে স্থান পেয়েছে জার্মানির বড় বড় সব অর্জন।
এ পর্যন্ত জার্মানি যেসব ট্রফি জিতেছিল তার সব রেপ্লিকা স্থান পেয়েছে এখানে।
এ যেন মিনি স্টেডিয়াম। স্টেডিয়ামের গ্যালারির মতো আসনে বসে বিশ্রাম নিতে পারবেন দর্শনার্থীরা। বিশ্রামের সময় দেখা যাবে জার্মানির ফুটবল ইতিহাসের সবকিছুই।
একটি ডিজিটাল কক্ষ। ফুটবল বিষয়ে অনেক প্রশ্ন ও উত্তর রয়েছে এই কক্ষের কম্পিউটারগুলোতে। ফুটবল সম্পর্কে জ্ঞান বাড়াতে সাহায্য করবে এটি।