রাশিয়ায় ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে গমের দাম

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-১০-০৭ ১২:০৪:৫৬


রাশিয়ায় চলতি সপ্তাহে বাড়তির দিকে গমের দাম।  এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের প্ল্যাটস গত বৃহস্পতিবার রাশিয়ার ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত গমের মূল্য নির্ধারণ করেছে টনপ্রতি ২২৮ ডলার ৫০ সেন্ট। এটি গত ২৬ জুনের পর থেকে সর্বোচ্চ। চলতি মাসের শেষের দিক থেকে নভেম্বরের শুরু পর্যন্ত সরবরাহের জন্য গমের এমন মূল্য নির্ধারণ করা হয়েছে।

রাশিয়ায় গত দুই সপ্তাহে গমের দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানান, দেশটির প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলগুলো খরার মুখোমুখি হয়েছে। এতে দেশটিতে গম উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি রাশিয়ায় কিছু অঞ্চলে অতিরিক্ত খরার কারণে জরুরি পরিস্থিতিও ঘোষণা করা হয়েছে।

প্ল্যাটসের ডাটা অনুযায়ী, রাশিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে গম উৎপাদন ও রফতানি কমে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে দেশটি ৮ কোটি ২১ লাখ টন গম উৎপাদন ও ৪ কোটি ৭০ লাখ টন গম রফতানি করতে পারে।

এনজে