চলতি বছর ডেঙ্গুতে ১৮৬ জনের মৃত্যু : স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট: ২০২৪-১০-০৭ ১৭:৪৫:১৪


চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের তালিকা করতে যে কমিটি হয়েছে এর ভিত্তিতে ৭৩৭ জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এটা যাচাই করা হয়েছে। ছাত্ররা বলেছে পনেরো শ’র ওপরে নিহত। এটা মিলিয়ে দেখা হবে। ডিসি ও সিভিল সার্জন পর্যায়ে তথ্য চাওয়া হয়েছে।

তিনি জানান, মোট ২২ হাজার ৯০৭ জন আহতের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চোখে আঘাত পেয়েছে ৪০০ জন। এর মধ্যে এক চোখ হারিয়েছে সাড়ে ৩শ জন, দুই চোখ হারিয়েছে ৩৫ জন, অঙ্গহানি হয়েছে ২২ জনের। বাকিরা নানাভাবে আহত হয়েছেন।