পাবনায় বাশঁ কাটতে বাধা দেয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১০-০৮ ১৫:১০:৪৫
পাবনা চাটমোহরে ইরিপুর ইউনিয়নের মস্তালীপুরে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে বাধা দেওয়ায় পিতা পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ঐ এলাকার বুলবুল আহমেদ (৬২) ও তার ছেলে হাসিবুল ইসলাম শান্ত (২৪)।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, মস্তালীপুর মৌজার ১০২ নং খতিয়ানে ১ একর ৯৫ শতাংশ জমিতে রুহুল আমিন গং-এর সাথে বুলবুল আহমেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় ঐ জমির উপর বাঁশঝাড়ে রুহুল আমিন গং বাঁশ কাটতে গেলে বুলবুল আহমেদ বাধা দেয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন গং বুলবুল আহমেদ ও তার ছেলে হাসিবুল ইসলামকে বেধরক মারপিট করে ও দেশীয় অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এনজে