নবীনদের পদচারণায় মুখরিত ঢাকা কলেজ ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১০-০৮ ১৫:১৮:২১
ঢাকা কলেজ প্রতিনিধি: ২০২৩-২০২৪ সেশনের নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা কলেজ ক্যাম্পাস। ১৮ একরের এই ক্যাম্পাস সারা বছর নানা ধরনের সাংস্কৃতিক উৎসবে মুখরিত থাকলেও আজ মঙ্গলবার থেকে সেই সৌন্দর্যের মাত্রাটা আরো বেড়েছে নবীন শিক্ষার্থীদের পদচারণায়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার নবীনদের পদচারণায় এখন উৎসবমুখর ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ।
আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক সংগঠন, জেলা ছাত্র কল্যাণ পরিষদ এবং ছাত্র কল্যাণ ফাউন্ডেশন সহ বিভিন্ন মাধ্যমে নবীন ছাত্রদের ভর্তি কার্যক্রমের সহায়তা করার জন্য হেল্প ডেস্ক বসানো হয়। ভর্তি কার্যক্রমে কোন ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হননি বলে শিক্ষার্থীরা জানান।
বিজয় চত্বর, শহিদ মিনার, মুক্ত মঞ্চ, পুকুরপাড়সহ ঐতিহাসিক স্থানগুলোতে নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভীড় চোখে পড়ে।
সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাহিদ বলেন, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে আমার সহপাঠীদের সাথে মিলিত হব। কবে আমার নতুন বন্ধুদের সাথে আড্ডা দিব। অবশেষে আজকে আমরা সবাই সমবেত হতে পেরেছি।
ব্যবসায় শিক্ষা অনুষদের নবীন শিক্ষার্থী রিফাত জানান, শিক্ষা জীবনে নতুন একটা অধ্যায়ের সূচনা হয়েছে আজ। এতো এতো প্রতীক্ষার পরে আজ ক্যাম্পসে আসতে পেরে আমাদের অন্য রকম ভালো লাগা কাজ করছে।
কলা অনুষদের নবীন শিক্ষার্থী মামুন বলেন, যদিও আমার রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট এসেছিল কিন্তু আমার ঢাকাতে পড়াশোনা করার ইচ্ছা ছিল। এই কারণে ঢাকা কলেজে ভর্তি হয়েছি। তবে আমি ঢাকা কলেজের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি।
এনজে