আগৈলঝাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

প্রকাশ: ২০১৬-১০-২৩ ১৪:০৫:০২


Krimi Weekবরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. চুন্নু ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, স্যানিট্যারী ইন্সপেক্টর সুকলাল সিকদার, ইপিআই কর্মকর্তা মো. লোকমান হোসেন।

৬ থেকে ১২ বছরের শিশুদের মাঝে বিনামূল্যে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ২২ তারিখ থেকে আগামী ২৭ তারিখ পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হচ্ছে।

সানবিডি/বরিশাল/অপূর্ব/এসএস