ঢাকায় দ্বিতীয় পর্বে স্মার্ট কার্ড বিতরণ শুরু আগামীকাল
প্রকাশ: ২০১৬-১০-২৪ ১০:১২:৩০
গত ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করেন। গত ৩ অক্টোবর থেকে ঢাকার রমনা, উত্তরা এবং কুড়িগ্রামের দাশিয়ারছড়ায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ড (উত্তরা) এবং ঢাকা দক্ষিণ সিটির ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে (রমনা থানা) ভোটারদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়। ২৬ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।
দ্বিতীয় পর্বে ২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মুসলিম মডার্ন একাডেমী কেন্দ্রে কার্ড বিতরণ করা হবে। ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটির ২৭ নম্বর ওয়ার্ডের (লালবাগ) বকশিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কার্ড বিতরণ করা হবে। ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৩৩ নম্বর ওয়ার্ডের (কোতয়ালি) মাজেদ সর্দার কমিউনিটি সেন্টার কেন্দ্রে, ৭ থেকে ১৫ নভেম্বর দক্ষিণ সিটির ২৮ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ১৮ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ৩২ নম্বর ওয়ার্ডের (কোতয়ালি) আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং ১৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে স্মার্টকার্ড বিতরণ করা হবে। ১ নভেম্বর থেকে ১৯ নভেম্বর উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ২২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ১৯ নম্বর ওয়ার্ডের বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কার্ড বিতরণ করা হবে।
এসএমএসে স্মার্ট তথ্য
এসএমএসের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের তথ্য জানা যাবে। এসএমএসে স্মার্টকার্ড বিতরণের তারিখ ও কেন্দ্রের তথ্য
ঢাকার দুই সিটি করপোরেশন ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্টকার্ড বিতরণ শেষ হলে পর্যায়ক্রমে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনে কার্ড বিতরণ করা হবে। এরপর ৬৪টি সদর উপজেলায়, সবশেষে বাকি সব উপজেলায় নির্ধারিত সময়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিং, ব্যানার, ফেস্টুন দিয়ে প্রচারের মাধ্যমে বিতরণের দিন, তারিখ ও স্থান জানিয়ে দেবে নির্বাচন কমিশন। ২০১৭ সালের জুনের মধ্যে ১০ কোটি ভোটারের ৯ কোটি কার্ড মুদ্রণের কাজ শেষ হবে এবং বিতরণের কাজ শেষ করা হবে ডিসেম্বরের মধ্যে। বাকি এক কোটি কার্ডও নির্ধারিত সময়ে বিতরণের পরিকল্পনা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস