বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় আহত পরিবারের পাশে রোভার সদস্যরা
প্রকাশ: ২০১৬-১০-২৪ ১১:১৭:০৫
মানবতার সেবাতে যুবদের নিয়ে এগিয়ে যাওয়াই রোভার স্কাউটদের গুরুত্বপূর্ণ কাজ। সেবার মানসে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের উদ্যোগে নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে রোভার সদস্যরা। রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আহত পরিবারে চিকিৎসার জন্য ৯ হাজার ১শত পয়ষট্টি টাকা প্রদান করা হয়।
বিগত ১১ অক্টোবর উপজেলার বদলগাছী-নজিপুর সড়কে বাস ও ব্যাটারি চালিত চার্জারের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়। আহত দুই বোন সপ্না (১২) ও পান্না (১৮) এবং তাদের নানী মোছা. মনোয়ারা বেগম (৫৫) বদলগাছী উপজেলার কার্ত্তিকাহার গ্রামের একই পরিবারের সদস্য। অতি দুস্থ পরিবারের সদস্য হওয়ায় চিকিৎসার খরচ বহন করা সম্ভবপর হচ্ছিলো না।
এখবর পেয়ে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মো. গোলাম মোস্তফা এর নেতৃত্বে গ্রুপের সদস্যরা উপজেলার বঙ্গবন্ধু সরকারি কলেজ, বদলগাছী মহিলা কলেজ, বদলগাছী পাইলট হাইস্কুল, বদলগাছী লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়, আলোর সন্ধানে বদলগাছীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের নিকট হইতে সহযোগীতা নিয়ে গত ২৩ অক্টোবর বিকাল ৫টায় আহত পরিবারে নগদ ৯ হাজার ১শত পয়ষট্টি টাকা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম, বাংলা বিভাগের প্রধান ড. ফাল্গুনী রাণী চক্রবর্ত্তী, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার মো. গোলাম মোস্তফা, নওগাঁ জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. নাসিম আলম, রোভার গ্রুপের সকল সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সানবিডি/নওগাঁ/আরমান/এসএস