তাসকিনের চুলের নতুন ঢং, ফেসবুকে সমালোচনার ঝড়
প্রকাশ: ২০১৬-১০-২৪ ১২:৪১:৩৫
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডের বাইরে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। এই অবসরে বেশ খোস মেজাজেই আছেন তিনি। গতকাল তিনি গিয়েছিলেন আওয়ামী লীগের সম্মেলনে। সেখানে সঙ্গী হয়েছিলেন বিসিবি পরিচালক নাঈমুল ইসলাম দুর্জয় ও মোস্তাফিজুর রহমানের।
আর আজ রোববার তিনি বদলে ফেললেন তার চুলের স্টাইল। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফেরিফাইড আইডিতে চুলের নতুন স্টাইলের ছবি পোস্ট করেছেন তাসকিন।
ব্রাজিলের তারকা নেইমারের ঢং এ চুল কাটিয়েছেন তিনি। চুলের রঙ করেছেন বাদমী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চুলের নতুন কাট।’
ফেসবুকে তার এই পোস্টটি আপোলোড করার ৫০ মিনিটের মধ্যে তাতে ২৯ হাজার জন লাইক করেছেন। ৩৩০০ জন কমেন্ট করেছেন এবং ১৫০০টি শেয়ার হয়েছে।
তাসকিনের নতুন এই চুলের ঢং নিয়ে সেখানে চলছে আলোচনা সমালোচনা।
দিলশাদ নামের তাসকিন ভক্ত লিখেছেন, ‘বেচারার মেবি বিয়া ঠিক হইছে… তাই বউ হেয়ার কাট সিলেক্ট করে দিছে যাতে মেয়েরা ক্রাশ না খায়..’
পাবলো আমোস নামে একজন লিখেছেন, ‘কাম কাইজ নাই বুঝি তেমন তাইনা? এক্ষনি এইডা চেঞ্জ করবি! লাগ্লে মাথা কামাইয়া ঘরে আসবি, কিন্তু তবুও এই ফইন্নি মার্কা স্টাইল নিয়া যেন ঘরে না দেখি তোরে! তাসকিন আমার ছোট ভাই হইলে ঠিক এমন একটা থ্রেট মারতাম!’
মিজানুর রহমান নামে একজন লিখেছেন, ভাই, তুমি কি হিরো আলম হওয়ার চিন্তা ভাবনা করতেছ? সমস্যা নাই, যে ভাব ধরেছ আমরাই তোমাকে এই বাংলার দ্বিতীয় হিরো আলম খান,খান বানিয়ে ছাড়ব।
ঊর্মি আক্তার নামের একজন লিখেছেন, কি শুরু করছিস? টাক পরার সাধ জাগছে না কি? এক দিনে কয়বার hairstyle পালটাস? ঢং ফং বাদ দিয়া খেলায় মন দে। এত style এর দরকার নাই তুই এমনিতেই অনেক cute.
সোহাগ হাদী নামের একজন লিখেছেন, খেলোয়ার হিসেবে তোমাকে যথেষ্ট ভালোবাসতাম। পাশাপাশি তোমাকে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজাত পরিবারের ছেলে ভেবেছিলাম। তুমি যে কাজটা করেছ, সেটা তো বস্তির ছেলেরা করে থাকে স্বাধারণত। দেখতে ক্লাসের বখাটে ছাত্রটার মতো দেখাচ্ছে।
তবে এর প্রশংসা করেছেন কেউ কেউ। নুরুল সিয়াম নামের একজন লিখেছেন, যেই আবাল সম্প্রদায় তাসকিনের হেয়ার স্টাইল নিয়া বাজে কমেন্ট করলি, ওই আবালের দলেরাই মেসী-নেইমার-জাস্টিন বিবারের হেয়ার স্টাইলের ফ্যান!! তাসকিনের ব্যক্তিগত জীবন তোদের কথা চলেনা ভাই। ওর নিজের পছন্দে চলে…