সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেপ্তার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-১২ ১৯:০২:১৪
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় ফেনীর সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহ।
তিনি জানান, ঘটনা ও মামলার পর তিনি আত্মগোপনে চলে যান। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর আজ সন্ধ্যায় তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিএইচ