পাকিস্তানে জাতিগত সহিংসতায় ১১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-১৩ ০৯:৪১:৪৯
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার কুঞ্জ আলিজাই এলাকায় শনিবার গোলাগুলির ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ৮ জন। দুই প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে গুলি বিনিময়ে দুই জন আহত হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
কুররামের ডেপুটি কমিশনার (ডিসি) জাভিদুল্লাহ মেহসুদ সংবাদমাধ্যম ডন ডটকমকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন।
“পাক-আফগান সীমান্তের কাছে কুঞ্জ আলিজাই পাহাড়ে এবং সেখানকার রাস্তায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিসি মেহসুদ।
এ বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে মোট ৯ জন আহতকে নিয়ে আসা হয়েছিল, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং বাকিদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা “সংকটজনক”।
ডিসি মেহসুদ বলেন, কুররামে প্রবেশ এবং বের হওয়ার পথগুলো নিরাপদ করতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাবেক সংসদ সদস্য ও গোত্রীয় পরিষদের সদস্য পীর হায়দার আলি শাহ বলেছেন, “এ ঘটনাটি দুর্ভাগ্যজনক। এর আগে ওই দুই গোত্রের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করার জন্য প্রবীণরা কুররামে উপস্থিত হয়েছিলেন। বর্তমান গুলির ঘটনা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করেছে।”
গত মাসে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলা সহিংসতায় অন্তত ৪৬ জন নিহত এবং ৯১ জন আহত হন। এর আগে জুলাই মাসের সংঘর্ষেও ৪৯ জন প্রাণ হারান।
সেপ্টেম্বরে জেলা প্রশাসন দুই প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে আলোচনার জন্য একটি স্থানীয় গোত্র পরিষদকে সম্পৃক্ত করেছিল। জমি বিরোধ মেটাতে খাইবার পাখতুনখোয়া সরকার একটি ভূমি কমিশনও গঠন করেছে।
এনজে