ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, আহত ৩

আপডেট: ২০১৬-১০-২৬ ১৩:১৭:৩৬


Gun.Cross.Sunbdঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ভুটিয়ারগাতী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দুকযুদ্ধে নিহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা না গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতে শহরে পুলিশের টহল চলাকালিন বাইপাস এলাকা থেকে মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী ভুটিয়ারগাতীর দিকে আসছিলো। হঠাৎ তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করলে দু’জন গুলিবিদ্ধ হয়।

তাৎক্ষণিক তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস