নর্দান ইউনিভার্সিটি‘র ‘মুটকোর্ট টিমের’ বিরল সাফল্য

প্রকাশ: ২০১৬-১০-২৬ ১২:১৬:৩০


pic-mootcoutযুদ্ধপরাধ বিচারের আইন বিষয়ক শিরোনামে কানাডিয়ান ইউনিভার্সিটি ও এশিয়ানসিলের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আযে়াজনে ‘জাতীয় হেনরি ডুন্যাল্ট মেমোরিয়াল মুটকোর্ট-২০১৬’ গত ২০-২২ অক্টোবর, ৩দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের মোট ২৩টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

এই প্রতিযোগিতায় নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ টিম ‘বেষ্ট মেমোরিয়াল’ বা শ্রেষ্ঠ গবেষণাকারী দল এর পুরস্কার অর্জন করেন। নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ টিমের প্রতিনিধিত্ব করে মো. সায়েম খান, মৌসুমী আক্তার ও মোস্তাফিজুর রহমান। টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষক মো. তাজুল ইসলাম সোহাগ।

উল্লেখ্য যে ২০১৫ সালেও নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ টিম ‘বেস্ট মেমোরিয়াল’ বা শ্রেষ্ঠ গবেষণাকারী দল এর পুরস্কারটি অর্জন করেন।

সানবিডি/ঢাকা/এসএস