লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের ২১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-১৫ ০৮:৫৮:৪৫
এবার দখলদার ইসরায়েলি বাহিনী সোমবার লেবাননের উত্তরাঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত শহর আইতোতে প্রথমবারের মতো হামলা চালিয়ে অন্তত ২১ জনকে হত্যা করেছে। মাধ্যমে দেশটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে তাদের লক্ষ্যস্থল আরও বিস্তৃত করল ।
ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের জাঘার্তা অঞ্চলের শহরটির আবাসিক ভবনগুলোতে আঘাত হানে। এরমধ্যে একটি বাড়ি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ভাড়া নেওয়া হয়েছিল বলে আইতোর মেয়র জোসেফ ট্রাড রয়টার্সকে জানান।
রেডক্রস জানায়, ২১ জন নিহত হওয়ার পাশাপাশি এ হামলায় আরও আটজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহর সঙ্গে এক বছর ধরে শত্রুতা চললেও এই প্রথম তারা লেবাননের ওই এলাকায় হামলা চালালো।
ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। আইতোতে তাদের নিশানা কী ছিল তাও পরিষ্কার হয়নি।
এনজে