‘গণতন্ত্র হত্যায় সহযোগিতা করছে ভারত’
প্রকাশ: ২০১৬-১০-২৬ ১৭:১২:৩৪
বাংলাদেশের গণতন্ত্র হত্যার ক্ষেত্রে ভারত সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি। ‘কাশ্মির ইস্যু এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা’ শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, ভারত যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল ঠিক একইভাবে গণতন্ত্র হত্যার জন্যও সহযোগিতা করছে।
‘কাশ্মিরের বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের পক্ষ নিলেও বাংলাদেশের জনগণ কাশ্মিরের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সানবিডি/ঢাকা/এসএস